শিরোনাম
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে
বাড়ি

অপরাজিতা
দিদিমার খুব দুঃখ হয় সবাই দূরে চলি,
তার নিজের একখানা হলো না বাড়ি!
বহু দূরে মুচকুন্দিপুর থেকে কদমতলি,
সাথে হাজার বছরের পুরনো বাক্স-পেটরা, সেগুন কাঠের আলমারি!
দিদিমার আমার মাথা ধরে যায় রেলের শব্দ ভীষণ,
আঁচল খুলে হকার ডেকে দু’পয়সা চুরমুড়!
নতুন জায়গায় জলের কষ্ট, ন্যায্যমূল্য নেই রেশন,
পাড়ার বুড়িরা আর আসেনা, বয় না হাওয়া ফুরফুর!
দিদিমার আবার বেজায় সখ কলের গান আর জলছবি যেন,
কিন্তু ছাড়তে হলো আবার কদমতলি থেকে চন্দ্রাবতী লেন!
ফের রেল, ট্রাম, হকারের গলাখাঁকারি,
দিদিমা জপছে মালা, জানলা গলে কিরণ দেয় রবি!
বর্ষা গেল, জল নামল, আরো দশটা বসন্ত পেরোলো,
বেগুন ভাজি, লুচি সাথে বাড়িওয়ালীর বেলী গাছে নতুন কুঁড়ি!
দিদিমাও গত হলো নিয়ে ধুপ-ধুনো, ফুলের ডালি,
দিদিমার ইচ্ছে পূরণ হতো থাকত যদি তার নিজের বাড়ি!
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর